বার্ন হাসপাতালে আহত ৫ জন এখনো আশঙ্কাজনক, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধান করে বোর্ড গঠন

 

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনের ঘটনায় আরও তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে যাঁরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন, তাঁদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।     আজ শনিবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, এখানে ১১ জন ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে ৬ জনকে চিকিৎসকেরা ছাড়পত্র দিয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা ভালো।
বেইলি রোডের ভবনটিতে আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। ঢাকা, ১ মার্চ।


রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনের ঘটনায় আরও তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে যাঁরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন, তাঁদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।


 আজ শনিবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, এখানে ১১ জন ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে ৬ জনকে চিকিৎসকেরা ছাড়পত্র দিয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা ভালো।  



Post a Comment

0 Comments