অবস্থান্তর ধাতু জটিল যৌগ ঘটন করে কেনো?

অবস্থান্তর ধাতু জটিল যৌগ গঠন করে কেনো?

 অবস্থান্তর ধাতু জটিল যৌগ গঠন করে। কারণ অবস্থান্তর ধাতু সমূহের বহিঃস্থ শক্তিস্তরে ফাঁকা d- অরবিটাল বিদ্যমান থাকে। এই ফাঁকা d-অরবিটালে অবস্থান্তর ধাতু গুলি লিগ্যান্ড থেকে এক বা একাধিক মুক্ত জোড়া গ্রহণ করতে পারে। ফলে অবস্থান্তর ধাতুর আয়নের সঙ্গে একাধিক লিগ্যান্ড সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে।



Post a Comment

0 Comments