শ্রীপুরে কলাবাগানে মিলল গৃহবধূর পোড়া লাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কলাবাগানে পাওয়া গেছে মালেকা বানু (৩৮) নামের এক গৃহবধূর পোড়া লাশ। উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া থেকে বৃহস্পতিবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।


মালেকা উপজেলা দক্ষিণ পাড়ার বাচ্চু মিয়ার স্ত্রী। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনেরা। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ দুজনকে আটক করেছে পুলিশ। স্বামী বাচ্চু মিয়া পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। পুলিশের ধারণা, ওই গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার পর আলামত নষ্ট করতেই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।


এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কলাবাগানে মালেকার এক স্বজন পোড়া লাশটি দেখতে পান। কাছে গিয়ে বুঝতে পারেন এটি মালেকার লাশ। পরে বাড়ির অন্য লোকদের খবর দেন তিনি।

Post a Comment

0 Comments