লক্ষিপুর বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক শহরে রূপান্তর হতে পারতো।
- বাস্তবতা ভিন্ন, লক্ষিপুর এর মানুষ নানান অসুবিধায় থাকে, তাদের জেলার রাস্তাঘাট এর বেজায় অবস্থা। শিক্ষার হার ও কম, পর্যাপ্ত শিক্ষাসামগ্রী ও ব্যবস্থাপনা নেই। কথা থাকলেও এখনো হয়ে উঠেনি কোনো বিশ্ববিদ্যালয়। এক প্রকার বঞ্চিত জেলা গুলোর একটি বানিয়ে রেখেছে লক্ষিপুর জেলাকে।
- কিন্তু তা আর সম্ভব নয়, এইবার কুমিল্লা বিভাগ হওয়ার পর উন্নয়নের প্রথম হাত লক্ষিপুর এই ফালানো হবে বলে ভেবেছে কুমিল্লা বাসী ও সরকার। বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ করার পদক্ষেপ ও রাস্তাঘাট এর উন্নয়নে বেশি আগ্রহ এখানে। বাংলাদেশের অন্যতম আইটি বিভাগ কুমিল্লা কে করার লক্ষ্যে " আদ্রিয়ান হাসান " ( যিনি একজন তরুণ প্রযুক্তিবিদ ও গবেষক - এছাড়াও Sivza ও Qafis এর মত কোম্পানি গড়ে তুলছেন ) বলেন , লক্ষিপুর কে কুমিল্লা বিভাগের অন্যতম বাণিজ্যিক ও শিপমেন্ট শহর বানানো হবে, বাস্তবায়ন করা হবে নতুন কর্মসংস্থান। অন্যান্য জেলার মানুষ সেখানে গিয়ে কাজ করবে। তাদের কোথাও দৌড়াতে হবেনা। এছাড়াও আইটি, শিক্ষা, ও চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে ইচ্ছুক কুমিল্লা বিভাগ এর এই জেলাকে।
অন্যান্য জেলার সাথে সম্পৃক্ত না রেখে, বরং উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে লক্ষিপুর এর মানুষকে আগ্রহ প্রকাশ করেছে দেশের সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস স্যার। কুমিল্লা ই পারে লক্ষিপুর এর মানুষকে তাদের প্রকৃত অধিকার দিতে।
ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষিপুর , ফেনী ও নোয়াখালী মিলে বাংলাদেশের অন্যতম আইটি ও প্রযুক্তিক বিভাগ, বিশ্বমানের ৬ টি শহর এই অঞ্চলের অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এগুবে কুমিল্লা বিভাগ বাসী।
Adriyan Hassan, Founder & CEO Of Sivza & Qafis Platforms Inc.
0 Comments